সাটুরিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সাটুরিয়ায় ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেল ৪ টার দিকে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা বিষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তাদের সংবাদের ভিত্তিতে দুপুরে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এঘটনায় সাটুরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। অজ্ঞাত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং তদন্ত চলমান থাকবে বলেও তিনি জানান।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ