সাটুরিয়ায় বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান

কড়চা রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্নশতবর্ষ উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের নওগাও তেঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমেরিকার মিসৌরি রাজ্যের আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ড.রফিক খাঁনের ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার আড়াই হাজার বন্যার্তদের মাঝে প্রত্যেককে বিশ কেজির একটি প্যাকেট তুলে দেওয়া হয়।

মাহাফুজুল ইসলাম রত্ন, সাইফুল ইসলাম জুয়েল ও হুমায়ুন খানের সমন্বয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কড়চা/ এম এ এইচ

Facebook Comments Box
ভাগ