কড়চা রিপোর্ট : সাবেক মন্ত্রী ও ঢাকা সিটির মেয়র স্বাস্থ্য মন্ত্রীর পিতা প্রয়াত কর্ণেল এ মালেক এর ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, পৌর মেয়র মোঃ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।
কড়চা/ বি সি
Facebook Comments Box