সিংগাইরে আঞ্চলিক মহাসড়কে মিললো যুবকের লাশ

কড়চা রিপোর্ট : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর নামক স্থানে নিজের ব্যবহৃত মোটর সাইকেলের পাশেই মিললো তিতাস সরকার (৩০) নামের এক যুবকের লাশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলে থানার এসআই বোরহান উদ্দিন নিশ্চিত করেন।

তিনি আরো জানান, নিহত ওই যুবক দক্ষিন জামশা গ্রামের পরান সরকারের পুত্র। সে ঢাকাস্থ একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করতেন। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিতাস তার আত্মীয় উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিরঞ্জন চন্দ্র বাড়ৈইর বাড়ি থেকে স্বরস্বতি পূজায় অংশগ্রহণ শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ