মাসুম বাদশাহঃ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল পঞ্চ বেগম (৪৮) নামে ৪ সন্তানের জননীর। নিহত ওই মহিলা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব বাস্তা গ্রামের মোঃ আবুল কালামের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭জুলাই) বিকেল ৩ টার দিকে পঞ্চ বেগম পূর্ব বাস্তায় তার নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যাত্রী বোঝাই একটি ইজিবাইক সিংগাইর থেকে হেমায়েতপুর যাওয়ার পথে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
কড়চা/ এম বি
Facebook Comments Box