সিংগাইরে গভীর রাতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাসুম বাদশা : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা গ্রামে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে একটি আধাপাকা ঘর ও ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) রাত ২ টার দিকে জামশা বাসস্ট্যান্ডের কাছে কাজীপাড়ায় মৃত বাদশা মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই বাড়ির লোকজন তাদের এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে সবাই সেখানে চলে যায়। প্রতিবেশীরা মধ্য রাতে হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখেন ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও অবস্থা ভয়াবহ হওয়ায় মসজিদের মাইকে ঘোষণা করে আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাড়িতে লোকজন না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে আগুনের ঘটনায় ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও নগদ টাকা সহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির লোকজন জানায়।

এবিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড সংঘঠিত হতে পারে।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ