সিংগাইরে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেলো বাইসাইকেল

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইরে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা পেলো সরকারি টাকায় বাইসাইকেল। শনিবার (১৪ আগস্ট) বিকেলে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের চারটি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

জানা গেছে, ২০২০-২০২১ অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় সিংগাইরের বলধারা ইউনিয়নের পারিল নুর মহসিন বিদ্যায়তন, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ছোট কালিয়াকৈর খান উচ্চ বিদ্যালয় ও নবগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গরীব ও মেধাবী ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীদের মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা, বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ ও ইউপি সচিব মোহাম্মদ সেলিম মোল্লা প্রমুখ।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ