সিংগাইরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

নিহত শিশুর পরিবারের আহাজারি

মাসুম বাদশাহঃ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ডে ইট ভর্তি ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান নামের ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি পার্শবর্তী জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র।

জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে শিশু মোস্তাফিজুর দাদা আকত আলীর সাথে বাস্তা বাসস্ট্যান্ডে বাজার করতে যায়। হাবীব সুপার মার্কেটের সামনে সড়কটির দক্ষিণ পাশে রাস্তা পার হওয়ার অপেক্ষায় দাদার হাত ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ঢাকাগামী ইট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-০৫-০০৮৪) চাপা দেয়।

আটককৃত চালক

চোখের সামনে নাতীর পিষ্ট হওয়ার ঘটনা দেখে দাদা জ্ঞান হারান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভারস্থ হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

সিংগাইর থানা পুলিশ জানায়, ঘাতক ট্রাকসহ চালক ফজর আলীকে আটক করা হয়েছে। আটককৃত ফজর আলী পাবনা জেলার আমীনপুর থানার নগরবাড়ি ঘাট এলাকার চরকর্ণাপুর গ্রামের মতিউর রহমানের পুত্র।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ