মাসুম বাদশাহ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রতিবেশী ভাসুর চান মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত চান মিয়া ২ সন্তানের জনক ও ওই গ্রামের আরশেদ আলীর পুত্র।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, ২ সন্তানের জননী ভিকটিমের স্বামী সৌদি আরব থাকার সুযোগে প্রতিবেশী চান মিয়া বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিত। এতে সে রাজী না হওয়ায় গত ৩১ অক্টোবর সকাল ৭ টার দিকে বৃষ্টির সময় তার ঘরে ঢুকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় প্রবাসীর স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চান মিয়া পালিয়ে যায়। মঙ্গলবার ভিকটিম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই হাসানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামি চান মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কড়চা/ এম বি