সিংগাইরে বসত বাড়ির সিঁড়ির নিচে ৭টি গোখরা সাপের বাচ্চা

প্রতীকী ছবি

মাসুম বাদশাহ : সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামের প্রবাসী জালাল মন্ডলের বাড়ির সিঁড়ির নিচ থেকে ৭টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয়রা।

জানা গেছে, রবিবার (৪জুলাই) দুপুরে নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রী গৃহকর্তী রান্না করার সময় থাকার ঘরের সিঁড়ির পাশে একটি সাপের বাচ্চা দেখতে পায়। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় সিঁড়ির পাশের একাধিক গর্ত ভেঁঙ্গে পর্যায়ক্রমে ৭ টি বাচ্চা উদ্ধার করে মেরে ফেলে। এঘটনায় এলাকায় সাপের আতংক বিরাজ করছে।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ