সিংগাইরে শিশু হত্যা মামলার প্রধান আসামি পিতা গ্রেপ্তার

মাসুম বাদশাহ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের ১ বছরের কন্যা সন্তানকে হত্যার পর লাশ নদীতে নিক্ষেপের অভিযোগে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আল-আমিনকে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আল-আমিন ওই গ্রামের আব্দুল হালিমের পুত্র।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সিরাজপুর-পাড়াগ্রাম এলাকা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফরহাদ হোসেন নিশ্চিত করেন। এর আগে গত ১৩ নভেম্বর ওই মামলার আরেক আসামি খুন হওয়া শিশুটির চাচা আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে আদালতের নির্দেশে শিশুটির লাশ শনাক্তের জন্য ১৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানার উপস্থিতিতে মাধবপুর-মানিক নগর কবরস্থান থেকে লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহের জন্য ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়।

এ ব্যাপারে সিংগাইরের শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, মামলার মূল আসামিসহ এজাহারভুক্ত দিই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে ।

উল্লেখ্য,পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত আল-আমিন স্ত্রী হোসনেয়ারাকে বিভিন্ন সময় মারধর করতো। সর্বশেষ গত ৩ নভেম্বর সকালে আল-আমিন ও তার বাড়ির লোকজন মিলে একমাত্র কন্যা সন্তান মীম আক্তারকে রেখে স্ত্রী হোসনেয়ারাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গত ৬ নভেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে পার্শ্ববর্তী বার্তা গ্রামের কালিগঙ্গা নদীতে জনৈক জেলে মাছ ধরতে গেলে পানিতে ভেসে ওঠা লাশ দেখতে পায়। খবর পেয়ে হোসনেয়ারা তার পরিবারের লোকজন নিয়ে গলায় তাবিজ দেখে সন্তানের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় শিশুটির মা হোসনেয়ারা বাদি হয়ে আল-আমিনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ