কড়চা রিপোর্ট : সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৩য় বর্ষের (৪৭ ব্যাচের) শিক্ষার্থী মেহেদী হাসান রিশান। বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দুপুর ২ টায় মাইক্রোবাস দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গজারিয়া থানার সার্জেন্ট শিবুনাথ সরকার জানান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকায় মেহেদীদের বহনকারী মাইক্রোবাসটি আনুমানিক দুপুর ২ টায় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দুর্ঘটনা কবলিত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার দেখতে পায়। মাইক্রোবাসটি একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল। সেখানে আশঙ্কাজনক অবস্থায় থাকা মেহেদীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে মাইক্রোবাসের আহত অপর আরোহীদের স্থানীয় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মেহেদীর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, সড়ক দুর্ঘটনায় মেহেদীর অকাল প্রয়াণে একটি সম্ভাবনাময় জীবনের ইতি ঘটলো। এ শোক তার পরিবারের সদস্যদের জন্য অনেক কষ্ট ও বেদনার। শোক বার্তায় উপাচার্য মেহেদীর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন।
কড়চা/ এস কে