হরিরামপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, দাবি বেদখল স্থাপনা উদ্ধার

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদ ঝিটকা বাজার কার্যালয়ের নিজস্ব জায়গা ও বেদখল হওয়া স্থাপনা উদ্ধারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ঝিটকা মুক্তিযোদ্ধা সংসদ ও হরিরামপুর উপজেলা কমান্ডারের আয়োজনে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন করেন তারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বাবুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোমিন উদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মীর আওলাদ হোসেন হারুন, রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কামাল হোসেন ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিজ খানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

অতি দ্রুত জায়গা ও বেদখল হওয়া স্থাপনা উদ্ধার না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন মুক্তিযোদ্ধারা।

Facebook Comments Box
ভাগ