অক্ষত চলা / চৈতালি চৈতি

অক্ষত চলা / চৈতালি চৈতি

কত নিশি গত হয়েছে
খাঁ খাঁ চৈত্রের তপ্ততায়,
জোড়া চোখ চেপেছে শোক
গোপন বর্ষার সরস ধারায়।।

কখনো তো আসোনি তুমি
দেখোনি চেয়ে আমায়,
আমি তো তখনও ছিলাম
শুধুমাত্র তোমার অপেক্ষায়।।

মনে কত কথা বুকে কত ব‍্যাথা
তবুও বেঁচেছি হেসে হেসে,
তোমার হবো নাকি তোমায় পাবো
থেকেছি এ আশায় বসে।।

আমার অগণিত স্বপ্ন কত
গত হয়েছে তার অবহেলায়,
অনুভব করেনি সে আমায়
নিগুম মনের মায়ায়।।

কখনো তো ভালোবাসেনি সে
তাই আসেনি সেই মায়া,
ভরা গাঙ্গের বুকে কি আর
পড়ে উড়া পাখির ছোট কায়া।।

আমিই শুধু আকুল হয়েছি
বিফল হয়েছি মনের কাছে,
শুধু থেমে থাকাটা বুঝিনি
চলেছি সময়ের পাছে পাছে।।

কড়চা/ সি সি

Facebook Comments Box
ভাগ