কিছু অনুভূতি এবং আমি/ চৈতালি চৈতি

কিছু অনুভূতি এবং আমি

চৈতালি চৈতি

খুব বুঝলাম অনুভূতিগুলো,
অনেক জীবন্ত। মন মৃত এবং
আমি একাকীত্বের
সঙ্গে প্রবাহিত।

দূর আসমানে খসে পড়া
নামহীন তারার মতো,
আমি প্রতিনিয়ত হারাই
কারো দৃষ্টি হতে।

কোনো একটা সময়
বাতাসের শব্দ হতে চাই।
ইচ্ছে করে কারো
নিঃশ্বাসে মিশে যেতে।

মর্মরধ্বনি হয়ে কারো
কানে বাজতে ইচ্ছে করে।

একটা গুমোট রাত
রাত হতে চাইছি।
নিজেকে আরো চিনতে
আরো ভালো বুঝতে।

কাউকে নদী নয়
সমুদ্রের মতো পেতে ইচ্ছে করে।
প্রবাল প্রাচীর হয়ে
তাকে জড়িয়ে ধরবো।

গা ভাসিয়ে দেবো
তার ছন্দহীন স্রোতে।

বাঁধা চুল খুলে দেবো
যদি সে কখনো,
ছন্নছাড়া বাতাস হতে পারে।

সেদিন পড়বো নীলপেড়ে শাড়ি।
যার জমিনে থাকবে
গাঢ় ধূসর রং।
মাঝেমাঝে ছড়ানো থাকবে
কিছু অচেনা ফুল।

তাকে না জানিয়ে,
কপালে দেবো গভীর কালো টিপ।
এ অনুভূতির ইতি টানতে
শুধু তার কাছে চাইবো,
দুটো বনকলমির বালা।

Facebook Comments Box
ভাগ