মানিকগঞ্জে ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চস্থ

কড়চা রিপোর্ট : বুধবার (২৫ আগস্ট) রাতে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের ওপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘৃন্যতম বর্বরতায় স্বপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাকডাকা ভোরে। সেই হত্যাকান্ডের করুন আলেখ্য এবং পূ্র্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে এই নাটকটিতে।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেন এবং নাটকটি রচনা ও নির্দেশনা করেন নারায়নগঞ্জ জেলার পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জজকোর্টের পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন সদস্য ও সংস্কৃতি প্রেমীরা এই নাটক উপভোগ করেন।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ