মানিকগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

কড়চা রিপোর্ট : গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০জন। নিহত পুরুষ ব্যক্তির বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘন্টায় ১৫৯ টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪ জুলাই ১৮৬ টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, ৩ জুলাই ১৪৪টি নমুনা পরীক্ষায় ৩৭ জন এবং ১ জুলাই ১১৬ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। ২ জুলাই কোন রিপোর্ট পাওয়া যায়নি।

ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৮জন, সিংগাইর উপজেলায় ৫ জন, ঘিওর উপজেলায় ৫ জন, হরিরামপুর উপজেলায় ৫ জন সাটুরিয়া উপজেলায় ৪ জন, শিবালয় উপজেলায় ৩ জন। গত ২৪ ঘন্টায় দৌলতপুর উপজেলায় কেউ আক্রান্ত হননি।

তিনি আরও বলেন, জেলায় এপর্যন্ত ২৩ হাজার ৬৭৩ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২ হাজার ৭২৯ জনের দেহে। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১২০৬ জন, সিংগাইর উপজেলায় ৩৭১জন, সাটুরিয়া উপজেলায় ৩০৮ জন, ঘিওর উপজেলায় ২৮২ জন, শিবালয় উপজেলায় ২৫৪ জন, হরিরামপুর উপজেলায় ১৮৯ জন, দৌলতপুর উপজেলায় ১১৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৪ জন। বর্তমানে হোমকোয়ারেন্টাইনে আছেন ২৫৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৯জন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৩ জন। নিহতদের মধ্যে, মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় ৭ জন করে, শিবালয়, হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় ৪ জন করে।

পরিসংখ্যান অনুযায়ী জুন মাসে ২৩৭৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ২৪৫ জনের দেহে। আর মে মাসে ১৪১৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ১০৯ জনের দেহে।

মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। অবশ্য মানিকগঞ্জসহ আরও ৭ টি জেলায় লকডাউন চলছে ২২ জুন থেকে।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ