মানিকগঞ্জে করোনা সংক্রমণ উর্ধমুখী, নতুন আক্রান্ত ৫৫, মোট ৯৮৯

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ জেলায় নতুন করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। ২৪ ঘন্টায় পাওয়া ২৫২ জনের কোভিট-১৯ টেস্ট রিপোর্ট থেকে এ ফলাফল পাওয়া গেছে।

এ নিয়ে এ জেলায় মোট ৯৮৯ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ৮৬০ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ১২৯ জন কোভিট-১৯ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১২ জন জেলা সদর হাসপাতাল এবং ১ জন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আইসোলেশনে আছেন। ১১৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন।

এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন।

জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৩১২ জনের কোভিট-১৯ টেস্ট সম্পন্ন হয়। এর মধ্যে ৯৮৯ জনের পজেটিভ রিপোর্ট আসে।

Facebook Comments Box
ভাগ