মানিকগঞ্জে ৫৮ তম শিক্ষা দিবস পালিত

কড়চা রিপোর্ট : শহীদদের প্রতি ফুলের পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মানিকগঞ্জে ৫৮ তম শিক্ষা দিবস পালিত হয়েছে।

বিদসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে মানিকগঞ্জ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলের পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করেন তারা। এসময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন দূর্জয়, সাবেক সভাপতি এম আর লিটন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক কায়সার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংকু মিয়া উপস্থিত ছিলেন।

প্রসংগত, শিক্ষানীতি নিয়ে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালিন ছাত্ররা ছাত্র ধর্মঘট আহ্বান করেন। সেসময় সরকার আইয়ুব খান সরকারের পুলিশের গুলিতে মোস্তফা,ওয়াজিবুল্লাহ, বাবুল ও শ্রমিক সুন্দর আলী শহীদ হন।

Facebook Comments Box
ভাগ