মুখে মৌমাছির পাল নিয়ে রেকর্ড ভারতীয় তরুণের

কড়চা ডেস্কঃ মৌমাছি অনেকের কাছে আতঙ্কের কারণ। হুলের ভয়ে অনেকে চাক ভাঙতেও ভয় পায়। কিন্তু সেই পতঙ্গের পালকে চার ঘণ্টা মাথায় ও মুখে নিয়ে বসে থাকলেন ভারতের কেরালার এক তরুণ। তাঁর এই অনন্য কীর্তি রেকর্ড গড়েছে গিনেস বুকে। নেচার এমএস নামের ওই তরুণ মৌমাছির পাল নিয়ে বসেছিলেন চার ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ড।

ডেইলি মেইল জানিয়েছে, পতঙ্গপ্রেমী এই তরুণের পুরো মুখ আর মাথায় মৌমাছি বসেছিল। এই অবস্থায় তিনি কাটিয়ে দিয়েছেন চার ঘণ্টারও বেশি সময়।

এমএস বলেছেন, ‘মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশল রপ্ত করেছি। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।’ এমএসের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপ্ত মধু চাষি। এখন অনায়াসে ৬০ হাজার মৌমাছি মাথায় ও মুখে বসতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমএস। সূত্র : এনডিটিভি।

Facebook Comments Box
ভাগ