মৌনতা

তানিয়া আফরোজ

তোমাকে না দেখে কমে আসছে চোখের আলো
নিকোষ কালো অন্ধকারে নিমজ্জিত এই মন।
হারিয়ে যাচ্ছে কবিতার ছন্দ, গানের সুর
ধান ক্ষেতে বাতাসের অফুরান ঢেউ।
কোকিলের কুহুতান,সুগন্ধি গোলাপের মাদকতা
কোন কিছু আজ আর আমার
চোখে পড়ে না।
সবুজ দিগন্তের আহ্বান,শীতের নরম রোদ্দুর,
চৌত্রের খা খা দুপুর অথবা বর্ষণ বেলা
কোন কিছু আজ আমাকে শিহরিত করে না।
আমার দু’চোখ কেবল তোমাকে খোঁজে
দ্বিধার দেয়াল ভেঙ্গে তবু কি তুমি খুলবে না কঠিন কপাট?

Facebook Comments Box
ভাগ