শিবালয়ে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মারুফ হোসেন : মানিকগঞ্জের শিবালয়ে বিট পুলিশিংয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার উথুলী ইউনিয়নে বিট নং-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উথুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যলয় বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়। এসময় স্থানীয় শতাধিক গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফিরোজ কবিরের সভাপত্বিতে অন্যান্যদের মধ্যে উথুলী ইউনিয়ন পরিষদের চেয়াম্যারন মাসুদুর রহমান মাসুদ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু রথীণ সাহা, থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম, বিট পুলিশিং অফিসার এসআই মো. শাহাজালাল মিয়া, এসআই মোশারফ হোসেনসহ স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম, ইউপি সদস্যগণসহ স্থানীয় শতাধিক লোকজন এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তানিয়া সুলতানা বলেন, পুলিশের সেবা জনগনণর দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। সপ্তাহে নিদিষ্ট দিনে একজন উপ-পরিদর্শকসহ চার জন পুলিশ উপস্থিত থাকবেন। এলাকার যে কোন সমস্যা কোন প্রকার হয়রানি ব্যাতিত বিট পুলিশিং অফিসারের কাছে জানাতে পারবে। জনগনণর সেবায় পুলিশ রাত-দিন কাজ করে যাচ্ছে। আমরা এক পুলিশরাই একমাত্র থ্যাংকলেস জব করি। কাজের বিনিময়ে আমরা কারো ধন্যবাদ আশা করি না।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, ইতিমধ্যে আমরা শিবালয় উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে পুলিশিং বিট কার্যক্রম শুরু করেছি। এর মাধ্যমে যে কেউ পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন।

কড়চা/ এম এইচ

Facebook Comments Box
ভাগ