সিংগাইরে মারপিটের মামলায় ছাত্রলীগ সভাপতি জেল-হাজতে

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, সিংগাইর ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ সমেজ উদ্দিনকে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি, সাবেক এজিএস মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৩৫) ও তার ছোট ভাই আমিনুর রহমানের (২৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সারোয়ার এর আদালতে জামিনের আবেদন করলে শুনানী শেষে তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আসামিদ্বয় হচ্ছেন পৌর এলকার নয়াডাঙ্গী মহল্লার মোঃ আতোয়ার রহমানের পুত্র। আদালতে আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়া ফটো ও বাদিপক্ষে অ্যাডভোকেট আরশেদ আলী শুনানীতে অংশ নেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ ফেব্রয়ারি রাত ৮ টার দিকে সিংগাইর পৌর বাজারের মলি টেইলার্সে ঢুকে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ সমেজ উদ্দিনকে ছাত্রলীগ সভাপতি মোঃ শাহীনুর ইসলাম তার লোকজন নিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সমেজ উদ্দিনের পিতা মোঃ আব্দুস ছাত্তার ওরফে ছতে বাদি হয়ে মামলা দায়ের করেন। পিবিআই ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহীন রহমানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ