আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কম/ মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মো.আজিজুল হাকিম : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার মান ভালো ছিলো বিধায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কম। পৃথিবীর অনেক দেশে যেখানে তাবু টানিয়ে চিকিৎসা দিয়েছে, সেখানে আমরা হাসপতালে চিকিৎসা দিয়েছি। এতে প্রমাণিত হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো। ভ্যাকসিন না আসা পর্যন্ত ও প্রয়োগ না করা পর্যন্ত আমাদের সকলকে মাস্ক পরতে হবে। কোনভাবেই মাস্ক ছাড়া চলাফেরা করা যাবে না। আশা করি আনপারা সকলে মাস্ক পরবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বটতলা ও বালিয়াটি বাজারে তিনটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি’র কাজ হচ্ছে টেলিভিশন ও ফেইসবুকের মাধ্যেমে সরকারের মিথ্যাচার করা। মহামারি করোনাকালে জগণের পাশে না দাড়িয়ে সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে তারা। জনগণের পাশে না দাড়িয়েও রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে তারা। যে দলের নেত্রী দুর্নীতির দায়ে সাজা পাচ্ছেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়।

তিনি বলেন, পরীক্ষার জন্য ইতিমধ্যে চীনের ভ্যাকসিনের অনুমদন দেওয়া হয়েছে এবং ভ্যাকসিনের বিষয়ে অন্যান্য দেশের সাথে আলোচনা চলছে। তবে যেটা ভালো ও নিরাপদ হবে আমরা সে ভ্যাকসিনই ব্যবহার করব।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, প্রকল্প পরিচালক মো. মনজুরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.আফাজ উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কড়চা/ এম এ এইচ

Facebook Comments Box
ভাগ