ইছামতী একটি নদীর নাম
তানিয়া আফরোজ
পূর্ণিমার জোছনাতে ভেসে যাচ্ছে পৃথিবী
তার রুপ মেলে ধরেছে প্রকৃতি।
নদীতে জোয়ার এসেছে
ভরা যৌবনা ইছামতী এখন কানায় কানায় পূর্ণ।
বাতাসের দোলায় ঢেউগুলো আছড়ে পড়ছে পাড়ে
গলা ছেড়ে মাঝি ভাটিয়ালি গান গাইছে দূরে।
ঢেউয়ে ঢেউয়ে বাতাসে ভেসে আসছে তার প্রতিধ্বণি
হাজারো মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ জড়িয়ে আছে ইছামতীকে ঘিরে।
কলসি কাখে গায়ের বঁধু নদীতে যায়
উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকে
কখন তার মাঝি আসে?
পানি দেখে কৃষকের মনে ভরে যায়
মরা নদীতে জোয়ার এসেছে!
এবার মাঠে মাঠে সোনার ফসল ফলবে
তার কৃষাণীর পায়ে মল গড়িয়ে দিবে।
ইছামতী মানব সভ্যতার গৌরবময় ইতিহাস বহন করে
জীবনের জয়গান প্রবাহিত হয় তার শ্রোতধারায়।
Facebook Comments Box