এখনো আছো তুমি
চৈতালি চৈতি
যখন কিনা তোমার জন্য
উদাস হয় প্রান,
শুনে নেই বকুল বনে
অচিন পাখির গান।
বেলা শেষে বাঁধি যখন
এলোমেলো চুল,
পারলে এসে কুঁড়িয়ে দিও
একটা চাঁপাফুল।
যখন আমি মুখ রাঙাবো
হলুদ বাঁটা দিয়ে,
দিঘীর জল ছিটিয়ে দিও
আমার সাড়া গায়ে।
যখন পায়ে পড়বো নূপুর
দিয়ে মাধবীলতা,
পারতো লিখো দুটো লাইন
পড়ে আছে ছেঁড়া খাতা।
মেঘের জল বিনে যেমন
থাকে চাতক পাখি,
তুমি ছাড়া পূর্ণ জলে ভরা
আমার দুটি আঁখি।
যদি কখনো কোনো দিন আমি
তোমার কাছে আসি,
ফিরিয়ে দিওনা আমায়
পারবে কি বলতে ভালোবাসি।
নাকি তুমি থাকবে নীরব
আমায় দেবে ফিরিয়ে,
এত কাছে পেয়েও আবার
তোমায় ফেলবো হারিয়ে।
মুখের কথা চোখের ভাষা হেরেছে
তাই হেরেছি আমি,
তবুও জীবনের সবটা জুড়ে
এখনো আছো তুমি।
Facebook Comments Box