কবিতা, “ঈশ্বরের চিঠি” লিখেছেন, কবি মৌসান

ঈশ্বরের চিঠি
মৌসান

পরিস্থিতি বেজায় জটিল…
সময়টা কবে বদলাবে, জানা নেই!
কবে আবার দুজনে কাছাকাছি আসবো,
পাশাপাশি বসবো…জানা নেই!
ভীষন ছুঁতে ইচ্ছে করে তোমায়; পারবো না!
মুহূর্তগুলো তাই অনুভব করি শুধু,
চোখ বন্ধ করে রেখে…
কখন যে নীল সমুদ্র গড়িয়ে পড়ে গাল বেয়ে
টেরই পাই না…!
অনূভূতিতেই শান্ত হয় মন, আজকাল;
ভক্তি, ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যায়!
টেলোফোনে কথা বলতেও মন চায় না!
ঘুরে ফিরে বোকা কম্পাসের কাঁটা
আটকে যায় সেই এক জায়গায়…
বিষাক্ত পরিবেশ থেকে মুক্তির উপায়??
“কেন…?কবে…?কিভাবে…?”
প্রশ্নগুলো বড্ডো সাধারণ, তাই
উত্তরটাও বুঝি আরো সহজ, “জানি না…!”
কি ভীষন বিরক্তিকর এই ঘরবন্দী খেলা!
মনকে ডানা মেলে উড়তে দেয় না!
এক বিশালাকার ধূসর চাদরে ঢেকে আছে চতুর্দিক!
কূটনীতি ও রাজনীতির বাঘবন্দী’র চালে
পথ হারানোর ভয়…!
আতঙ্ক আর আশঙ্কা দিব্যি ঘরকন্না চালাচ্ছে!
একসাথে…জানা নেই
কতদিনের জন্য তাদের এই বন্ধন!
চিরকালের জন্য নয় তো!?
তবে যে ঈশ্বর বলেছিলেন,
আমরা দুজনে জন্ম-জন্মান্তের সাথী;
তুমি ও আমি…! তবে তার কি হবে?
তবে আমরা এখন আলাদা কেন?
এর উত্তর তাঁরই তো জানা আছে, একমাত্র
তাই প্রতিদিন তাঁকে চিঠি পাঠাই…
মেঘের হাত দিয়ে…
দেখি কবে উত্তর আসে; স্বর্গ থেকে;
কবে বিগলিত হয় ঈশ্বরের প্রাণ!
কবে তাঁর হৃদয় কেঁদে ওঠে ব্যথায়
আমাদের…পৃথিবীর…সকলের!
পাল্টা চিঠিতে তার চিহ্ন থাকবে নিশ্চয়,
সময় বয়ে আনবে যে চিঠি,
সোনালী রোদ্দুর মাখানো খামে…!!

Facebook Comments Box
ভাগ