চির জাগরণ
মৌসান
নিদ্রাহীনতা কোন নতুন সমস্যা নয়।
জেগে থাকে সবকটি বিষন্ন মন
চঞ্চলতার দ্বারা ধাবিত হয়;
এখানে সেখানে…যত্রতত্র!
কিন্তু কখনো আবার ঘুমোতে ইচ্ছেই করে না!
জোর করেই জেগে থাকা একপ্রকার; সমগ্র রাত
চিন্তাশূন্য চেতনা খেলা করে তখন আলো-আঁধারির আবছায়ায়।
কিসের যে এই অপেক্ষা,
না জানে অন্তর, না জানে আত্মা!
শব্দ নাকি শব্দব্রহ্ম!
নাকি পুরানো খোলস ত্যাগের প্রতীক্ষা!
বুঝে নিতে সময় লাগবে…
ততদিনে হয়তো পড়ে যাবে বেলা!
ঝরাপাতাকে সঙ্গী করে,
পাড়ি দিতে হবে অজানার উদ্দেশ্যে…
সেখানে রাত আসে না…
রূপালী আলোতে ভরে থাকে দিন, তাই!
সেখানে ঘুমঘুম চোখে স্বপ্ন জড়ায় না
সাদা মেঘের বাসরে চিরশান্তি!
চির জাগরণ ! বিচ্ছুরণ ঘটায়!
Facebook Comments Box