কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০৬ টি নমুনা পরীক্ষায় ১৬৯ জনের করোনা শণাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৭ দশমিক ৮৮ শতাংশ। এসময়ে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা.কাজী একেএম রাসেল বলেন, আজ সকাল ১০ টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮২ জন রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৭৪ জন। এদের মধ্যে করোনায় ৭১ জন এবং উপসর্গে ২০৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা.রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৬৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ৭৪ জন, হরিরামপুরে ২৯ জন, সিংগাইরে ২৬ জন, শিবালয়ে নয়জন, সাটুরিয়ায় ১৬ জন, দৌলতপুরে ১২ জন এবং ঘিওর উপজেলায় রয়েছেন তিনজন।
তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৮৬৫ টি নমুনা পরীক্ষায় করোনা শণাক্ত হয়েছেন ছয় হাজার ৯৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ১২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৪ জন।
কড়চা/ জেড এ বি