করোনাভাইরাসঃ মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শণাক্ত ১৮৪

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন। এদের মধ্যে করোনায় চার জন এবং উপসর্গে দুই জন মারা গেছেন।

একই সময়ে ৮৮১ টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শণাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শণাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল বলেন, ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছয় জন। এদের মধ্যে করোনায় চার জন এবং উপসর্গে দুই জন মারা গেছেন। এ পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৮০ জন। এদের মধ্যে করোনায় ৭৫ জন এবং উপসর্গে ২০৫ জন মারা গেছেন। আজ সকাল ১০ টা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২০৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৮ জন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৪ জনের মধ্যে সিংগাইরে ৮৫ জন, মানিকগঞ্জ সদরে ৫০ জন, সাটুরিয়ায় ১৯ জন, শিবালয়ে ১৪ জন, দৌলতপুরে ১০ জন, হরিরামপুরে পাঁচ জন এবং ঘিওর উপজেলায় আছেন একজন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষায় করোনা শণাক্ত হয়েছে সাত হাজার ১৫৪ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ১১৮ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৬ জন।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ