কড়চা রিপোর্ট: মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ হরিরামপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সবুজ, তার স্ত্রী, দুই পুত্র ও ছোট ভাইয়ের গত ২০ মে করোনা পজেটিভ হয়।
করোনা পজেটিভ হওয়ার পর সরকারের স্বাস্থ্য বিভাগ প্রণীত স্বাস্থ্য বিধি মেনে দীর্ঘ দিন পুরো পরিবার হোম কোয়ারেন্টাইনে থেকে ১৭ জুন তারিখে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের ফলাফল নেগেটিভ আসে।
দ্বিতীয়বার ৪ জুন স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করেন এবং ৬ জুন সবুজ পরিবারের সকল সদস্যের নমুনা পরীক্ষার ফলাফলে আবুল বাশার সবুজের স্ত্রী ও তার ছোট ভাই করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হয় এবং সবুজ ও তার দুই সন্তানের করোনা পজেটিভ ফলাফল আসে। তৃতীয়বার ১৩ জুন স্বাস্থ্য বিভাগ পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন করলে অদ্য ১৭ জুন সকলেই করোনা মুক্ত হয়েছেন বলে আবুল বাশার সবুজ জানান।
আবুল বাশার সবুজ তার প্রতিক্রিয়ায় বলেন, করোনা পজেটিভ হওয়া বা আক্রান্ত হওয়া মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া এবং আমি এটি হারে টের পেয়েছি । করোনা মুক্ত থাকতে হলে আমাদের প্রত্যেককেই স্বাস্থ্য সচেতন থাকা জরুরী, বিশেষ করে প্রয়োজন ব্যতিত কেউ যেন ঘরের বাইরে বের না হন এবং একান্ত প্রয়োজনে বের হতে হলে যথাযথ নিরাপত্তা নিশ্চিত সহযোগে বের হতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে বের হতে হবে। আতংকিত না হবার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন এবং তিনি তার সকল শুভানুধায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন।