করোনা দূরে রাখতে আজব কান্ড!

ট্র্যাসি কিস, ছবি সংগৃহীত

কড়চা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নানাজন নানা রকমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু ৩২ বছরের যুবতী ট্র্যাসি কিস ইমিউনিটি বাড়াতে কি করছেন, তা শুনে চোখ কপালে উঠতে পারে। এই যুবতীর দাবি, তিনি নাকি প্রতিদিন তাঁর বন্ধুর বীর্জ গলধগরণ করছেন! এতেই নাকি দূরে থাকবে মারণ করোনা ভাইরাস!

করোনা সংক্রমণ নিয়ে যেমন অনেকের মধ্যে নানা মিথ এখনও রয়েছে, তেমনই এর থেকে রক্ষা পাওয়ার আজব আজব সব পথেরও ব্যাখ্যা মিলেছে। কিন্তু ট্র্যাসি কিসের মতো দাবি আগে কেউ করেছেন কি না, মনে হয় না। বাকিংহামশায়ারের ট্র্যাসিই জানাচ্ছেন, কোভিড থেকে নাকি তাঁকে সুরক্ষিত রাখে বীর্জ! তাঁর বন্ধুর বীর্জ কখনও সরাসরি আবার কখনও স্মুদি (এক রকম শরবত) বানিয়ে পান করেন। ভাবতেও অস্বস্তিকর লাগছে হয়তো। কিন্তু এর জন্য পোক্ত যুক্তিও দিয়েছেন ট্র্যাসি।

তিনি জানান, স্পার্মে বেশি পরিমাণ ভিটামিন সি, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। এই সবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর ভিটামিন সি দেহে সঞ্চিত থাকে না। তাই যে সমস্ত খাবারে এই ভিটামিন আছে, তা নিয়মিত খেতে হয়। দিনে একবার খেলেই যথেষ্ট। এতে শরীর অনেকখানি পুষ্টি পায়। ট্র্যাসির কথায়, “এটা আমার দৈনন্দিন জীবনের আর পাঁচটা কাজের মতোই।”

চিকিৎসকরা কি এ ব্যাপারে একমত? না, একেবারেই নয়। তাঁরা সাফ জানিয়ে দিচ্ছেন, এটাও আর পাঁচটা মিথের মতোই। বীর্জ খেলে করোনা মোকাবিলা করা যাবে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি।

Facebook Comments Box
ভাগ