গচ্ছিত স্বর্ণ নিজের কব্জায় নিতে ‘ডাকাতির নাটক’, মানিকগঞ্জে উদ্ধার ৩৯ ভরি স্বর্ণ

উদ্ধারকৃত স্বর্ণ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে আলোচিত স্বর্ণ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, গচ্ছিত স্বর্ণ নিজের দখলে নিতে ‘ডাকাতির নাটক’ সাজিয়েছিলেন স্বর্ণকার ও দোকান মালিক শুভ দাস (৩৫)। পুলিশ ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণ উদ্ধার করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন।

এ ঘটনায় শুভ দাসসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— শুভ দাস (৩৫), আমানত হোসেন রানা (২৭), সোহেল মিয়া (২১), শরিফ খান (২২) এবং সবুজ মিয়া (২৭)। এরা সবাই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দোকান মালিক শুভ দাস মাসখানেক আগে মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে তার দোকানে ডাকাতির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির ‘অভি জুয়েলার্স’ দোকানে ঘটনাটি ঘটে। নাটকটিকে বাস্তব রূপ দিতে ডাকাতদের হাতে নিজেও ছুরিকাঘাতে আহত হন শুভ দাস।

তদন্তে আরও জানা যায়, ডাকাতির বিনিময়ে আমানত হোসেনের সঙ্গে পাঁচ লাখ টাকার মৌখিক চুক্তি হয়। ঘটনাটি সম্পন্নের আগেই শুভ দাস ৪৫ হাজার টাকা অগ্রিম প্রদান করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুরো ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

কড়চা/ এস এস

Facebook Comments Box