কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘিওর কোর্টের ২ নং আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম এই আদেশ প্রদান করেন। আসামিরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তানভির সোহেল ও পার্শ্ববর্তী টাইঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জুয়েল রানা।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ঘিওর উপজেলার বাঙ্গালা গ্রামের খলিলুর রহমানের বাড়ি থেকে ৮ টি গরু চুরি করে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল আসামিরা। বিষয়টি গরুর মালিক টের পেয়ে ঘিওর থানা পুলিশ ও ৯৯৯ নম্বরে ফোন করে জানায়। পরে ঘিওর থানা পুলিশ ঢাকা আরিচা মহাসড়কের পুখুরিয়া চেক পোস্টে ট্রাক জব্দ ও চুরি যাওয়া ৮ টি গরু উদ্ধার করে। পরে এ ঘটনায় গরুর মালিক খলিলুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, মামলার পর আসামিদের কোর্টে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বুধবার আসামিদের রিমান্ড শোনানী হবে।
কড়চা/ বি সি