গানের অনুমতির দাবিতে মানিকগঞ্জে বাউল শিল্পীদের মানববন্ধন পালন

কড়চা রিপোর্ট : স্বাস্থ্য বিধি মেনে বাউল গানের অনুমতির জন্য মানিকগঞ্জে মানববন্ধন পালন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা বাউল শিল্পীরা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তারাব আলী দেওয়ান, জালাল সরকার, তাপসী সরকার, হেলাল সরকার ও আমজাদ দেওয়ান প্রমুখ।

তারাব আলী দেওয়ান বলেন, করোনা ভাইরাসের কারণে বাউল শিল্পীরা দীর্ঘদিন ধরে বসে আছে। করোনার কারণে গান বাজনা করা যাচ্ছে না। এভাবে বসে থাকতে থাকতে অর্থনৈতিকসহ নানা সমস্যায় পরতে হচ্ছে আমাদের। বাউল শিল্পীরা গান বাজনা ছাড়া অন্য কাজ করতে পারে না। তাই সরকারের কাছে আবেদন করি বাউল গানের অনুমতি দেওয়ার জন্য।

জালাল সরকার বলেন, সকল প্রতিষ্ঠানের মত বাউল শিল্পীরাও তাদের গানের অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে চলবে এবং করোনা ভাইরাসের সকল নির্দেশ মেনে চলবে। দেশের বাউল শিল্পীদের কথা বিবেচনা করে সরকারের প্রতি গানের অনুমতির জন্য আবেদন করেন তিনি।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ