গোপনেই এসেছি/ চৈতালি চৈতি

আমি আকাশের নীলে নীলম্বরী হ‌ই
দিগম্বরী ঐ দিগন্তে,
এ প্রান্ত শেষে ও প্রান্তে মিশে
অবশেষে র‌ই সর্বশেষ ক্লান্তে।।

আমি বসন্তে র‌ই নব আনন্দে
পলাশের আবেশে আবেশিত,
শিহরিত বিভোরে নীরবে
হ‌ই নীবিড় বিভোরিত।।

অশোকের পরশে অনায়াসে উড়াই
কোকিলের মধুর কুহুগান,
অঘ্রানে দেহ মন প্রাণে
ল‌ই প্রেমময় সুশোভিত ঘ্রাণ।।

আমি বেদনা ঝেঁড়ে সুখ নেই কুঁড়ে
প্রদিপ্ত স্বপ্নের ভালোবাসায়,
আশা ভুলি ফের আশা তুলি
শুধু তোমার আসার আশায়।।

সুখময় বেদনার এক নিঃশব্দ স্রোতে
আমি নিরন্তর চলেছি ভাসি,
গোপনে তোমায় ভালোবাসি বলেই
এক্ষণে মিলেছি আসি।।

Facebook Comments Box
ভাগ