কড়চা রিপোর্ট : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১০ টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিওটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিওটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ৮ ডিসেম্বর সন্ধার পর থেকেই নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরো জানান, ঘাটে পাড়ের অপেক্ষায় আটকে আছে তিন শতাধিক পন্যবাহী ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস। এই রুটে বর্তমানে ছোট বড় ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পাড় করা হবে বলে জানান তিনি।
কড়চা/ এস কে
Facebook Comments Box