ঘিওরে জাগো বাংলা ইয়ুথ সোসাইটির সনদপত্র বিতরণ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগো বাংলা ইয়ুথ সোসাইটির উদ্যোগে একমাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জাগো বাংলা ইয়ুথ সোসাইটির সভাপতি বি.এম খোরশেদ এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সট্রাক্টর (মৎস্য) মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ ওয়াজ উদ্দিন, হায়াত আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীর মধ্য থেকে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল মামুন, তাসলিমা আক্তার, প্রিয়াঙ্কা মজুমদার, আবুল হাসান, রিয়াদ মাহমুদ, শাকিল খান প্রমুখ।

মাসব্যাপী এই প্রশিক্ষণে মোট ২৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

প্রসংগত, জাগো বাংলা ইয়ুথ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করাসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি পালন করে আসছে।

কড়চা/ বি এম কে

Facebook Comments Box
ভাগ