কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী বাজারে ব্যাংক এশিয়া’র এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে । সোমবার (২২ মার্চ ) বিকেলে সিংজুরী বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও এজেন্ট পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচএফ এর চেয়ারম্যান লায়ন আলহাজ্ব এস এম আব্দুল কাদের টিপু, সিংজুরী গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান মিয়া, ঘিওর উপজেলা যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহাগ বাবু, মানিকগঞ্জ জেলা বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সভাপতি শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা, মানিকগঞ্জ ব্যাংক এশিয়া এজেন্ট শাখার জেলা ম্যানেজার মোঃ সুমন মিয়া, ঘিওর উপজেলা ম্যানেজার আব্দুর রাজ্জাক, শিবালয় উপজেলা ম্যানেজার মোহাম্মদ রুহুল কাদের, বিএইচএফ এর উপজেলা ম্যানেজার মোহাম্মদ সুলতান মোল্লা, মোঃ বাবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কড়চা/ এ আর