সুরেশ চন্দ্র রায়ঃ মানিকগঞ্জের ঘিওরে বেসরকারি সংস্থা সিসিডিবি-সিপিআরপি দশচিড়া শাখার আয়োজনে সামাজিক শান্তি বিকাশে এবং বাল্যবিবাহ, যৌতুক, সহিংসতা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বর্গ ও ফোরামের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল দশটায় উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে সংস্থার এরিয়া ম্যানেজার দর্কা সেনের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার পলিকার্প রিংকু ডিও এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম, বেসরকারি সংস্থা পার্ড এর নির্বাহী পরিচালক সুভাষ মজুমদার, ঘিওর উপজেলা আওয়ামী লীগ নেতা গৌরাঙ্গ ঘোষ, বালিয়াখোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়া, দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি সুরেশ চন্দ্র রায় ও সমাজ সেবক তাপস কুমার বসু ।
এ সময় ইউপি সদস্য মনোয়ার ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, লাভলু বেপারী, মোশারফ হোসেন, রিমা আহমেদ, রাবিয়া সুলতানা, সেলিনা আক্তার, নাহিদা আক্তার, সভানেত্রী রাশিদা বেগম, বিশিষ্ট সংগীত শিল্পী সুশান্ত চন্দ্র দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে সিসিডিবি’র পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন এবং উপস্থিত প্রত্যেককে সম্মানী ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনায় আর্থিক সহযোগিতা প্রদান করে ব্রেড ফর দি ওয়ার্ল্ড।
কড়চা/ এস সি আর