ঘিওরে ২ হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এমপি দুর্জয়

আব্দুর রাজ্জাক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। মঙ্গলবার (১১ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২ হাজার কাপড় ও ২ হাজার লুঙ্গি বিতরণ করা হয়।

এ সময় সাংসদ দুর্জয় বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কথা ভাবেন বলেই আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকে, দেশের উন্নয়ন ঘটে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ তায়েবুর রহমান টিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সহধর্মিনী সমাজ সেবিকা ফারহানা রহমান হ্যাপি, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিদুর রহমান সূর্য, ঘিওর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি আবু মো: আসাদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এনামুল হক শাকিবসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কড়চা/ এ আর

Facebook Comments Box
ভাগ