কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
তেরশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকমল হোসেনকে সভাপতি ও বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা স্বাক্ষরিত সমিতির প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
উপজেলা শিক্ষা অফিসের মিলনায়তনে নতুন কমিটির নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা নায়েব আলী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জুলহাস উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ফেরদৌসী বেগম, মোঃ আবুল কালাম, লাকী আক্তার, রওশন আরা সুলতানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস মিয়া, মিনা আক্তার, যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, আসাদুল ইসলাম, শিবানী বিশ্বাস, সহ-সম্পাদক সানিয়া তালুকদার, মো: সাজ্জাদ হোসেন, আবিদা সুলতানা মিতু, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, মহিলা সম্পাদক রাশেদা আক্তার, সহ-মহিলা সম্পাদক ইতি আক্তার, অর্থ সম্পাদক শফিকুল হাসান, সহ অর্থ সম্পাদক এরশাদ হোসেন, শিক্ষা সম্পাদক শহিদুল ইসলাম, সহ শিক্ষা সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো: সিরাজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আক্কাছ আলী, ধর্শ সম্পাদক ফিরোজ আলম, সহ ধর্ম সম্পাদক মনোজিৎ চক্রবর্তী, সাহিত্য সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাহিত্য সম্পাদক মাহফুজুর রহমান, সংষ্কৃতি ও বিনোদন সম্পাদক আমিনুল ইসলাম, সহ সংষ্কৃতি ও বিনোদন সম্পাদক আতিকুল ইসলাম, যোগাযোগ সম্পাদক শাহজাহান আলী, সহ যোগাযোগ সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক কামরুল হাসান, সহ প্রচার সম্পাদক জয়ন্ত কুমার আচার্য্য, ক্রীড়া সম্পাদক আশরাফ প্রধান, সহ ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন, মিডিয়া সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষা উন্নয়ন সম্পাদক ফরিদুর রহমান, আইন সম্পাদক আশিকুর রহমান, আইসিটি সম্পাদক লিলি আক্তার, সহ আইসিটি সম্পাদক হেলাল উদ্দিন, কল্যাণ ট্রাষ্ট সম্পাদক জিয়াউর রহমান, কাব স্কাউটিং সম্পাদক আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক মৌসুমী খান, পরিবেশ বিষয়ক সম্পাদক সুফল চন্দ্র সাহা, সমবায় সম্পাদক সিরাজুল ইসলাম, সম্মানিত সদস্য আবুল হোসাইন, সুবোধ রঞ্জন বিশ্বাস, এ কে এম আজাদ। । এছাড়াও কো-অপ্ট সদস্য করা হয়েছে আবু সাইদ, অনিতা রানী তরফদার, তপন কুমার সাহা ও সুবর্ণা আক্তারকে।
এ কমিটির উপদেষ্টা মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান (আলাই), ঘিওর সদর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম আমজাদ হোসেন।
সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আকমল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা ও সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কড়চা/ এ আর