চলে গেলেন মানিকগঞ্জের সন্তান ওয়ারীর বাচ্চু

কড়চা ডেস্ক : দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব ওয়ারী। সেই ওয়ারী ক্লাবের সঙ্গে দুই বাচ্চুর নাম বিশেষভাবে জড়িত। একজন ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, আরেকজন মানিকগঞ্জের সন্তান বিকাশ চৌধুরী বাচ্চু। কর্মকর্তা বাচ্চু দুনিয়া ছেড়েছেন ২০১৫ সালে। আর আজ শনিবার (২১ আগস্ট) চলে গেলেন ক্লাবের সাবেক ফুটবলার বিকাশ চৌধুরী।

১৯৭২ থেকে তিনি ওয়ারী ক্লাবের হয়ে খেলা শুরু করেন। ক্যারিয়ার শেষও করেন ওয়ারী থেকে। ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মহিদুর রহমান মেরাজ বলেন, বাচ্চু ভাই অসাধারণ ফুটবলার ছিলেন। তার আবাহনী-মোহামেডানে লোভনীয় প্রস্তাব ছিল, কিন্তু যাননি। ওয়ান্ডারার্সও সেই সময় ভালো দল। সেখানেও যাননি, ওয়ারীর বাচ্চু হয়েই ছিলেন তিনি।

পুরোনা ঢাকার ক্লাবটির হয়ে ফুটবল ক্যারিয়ার শেষের পর নিজ জেলা মানিকগঞ্জে থাকতেন সাবেক এই ফুটবলার। বাচ্চু সত্তর দশকে সেরা ফুটবলারদের একজনই নন শুধু, দেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিকও।

৬৮ বছর বয়সে বাচ্চু মানিকগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মানিকগঞ্জে শ্মশানে তার দাহ হয়। করোনায় আক্রান্তের পাশাপাশি ব্রেন স্ট্রোকেও আক্রান্ত ছিলেন বাচ্চু। তার ছেলে দেব চৌধুরী একজন পেশাদার ক্রীড়া সাংবাদিক।

বাচ্চুর মৃত্যুতে বাফুফে, ওয়ারী ক্লাব ও সোনালী অতীত ক্লাব শোক জানিয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ