ছাত্র শিক্ষক সম্পর্ক

অরুন কুমার সরকার

ডক্টর আব্দুস সালাম একমাত্র পাকিস্তানি, যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়ার পর তিনি ভারতে আসেন, আর তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন, তাঁর প্রাক্তন শিক্ষক শ্রীঅনিলেন্দ্র গাঙ্গুলীর খোঁজ বার করে দিতে।

শ্রীঅনিলেন্দ্র গাঙ্গুলী অবিভক্ত ভারতের লাহোরে, “সনাতন ধর্ম” কলেজে অংকের অধ্যাপক ছিলেন। ডক্টর সালাম তাঁর কাছে ১৯৩৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত অংক শিখেছিলেন। স্বাধীনতার পরে শ্রীগাঙ্গুলী লাহোর ছেড়ে কলকাতা চলে আসেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেষপর্যন্ত ডক্টর সালাম ভারত সরকারের সাহায্যে শ্রীগাঙ্গুলীর ঠিকানা পান। উনি ১৯৮১ সালের ১৯ জানুয়ারি কলকাতা আসেন আর শ্রীগাঙ্গুলীর বাড়িতে যান।
তখন শ্রীগাঙ্গুলী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শয্যাশায়ী। বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাও নেই। ডক্টর সালাম তাঁর শয্যার পাশে দাঁড়িয়ে পকেট থেকে নোবেল পদকটি বার করে তাঁর শীর্ণ হাতে দেন, আর বলেন, “এই পদকের ওপর অধিকার আমার চেয়ে আপনার বেশি। আপনি আমাকে অংক ভালোবাসতে শিখিয়েছিলেন।”

কড়চা/ এ কে এস

Facebook Comments Box
ভাগ