ছায়া গাছ/ রঞ্জনা রায়

ছায়া গাছ

রঞ্জনা রায়

তোমার স্বেদ গন্ধ সবটুকু মন্থন করে
বেঁচেছিলাম শূন্যতার মায়া বসন্তে
বারান্দার অর্কিডে এসেছে হলুদ ফুল
লবণাক্ত সন্ধিক্ষণে পক্ষিনী মন নীড় খোঁজে।

মহাকাল মন্দিরে আরতির ঘন্টাধ্বনি
পাকদন্ডীর বাঁকে পড়ে থাকে
ছিন্ন বিচ্ছিন্ন রডোড্রেনড্রন

ছায়া এক কল্পিত সুখের আভাস
খুঁজেছি বারংবার শরীরের উষ্ণ চরে।

আমার সেই স্বপ্ন সবুজ দৃঢ় ছায়াগাছ
মেঘলা বাস্তবে বিবর্ণ পান্থপাদপ
একা আমি –
সামনে উত্তাল সমুদ্রের প্রবল জলোচ্ছাস।

Facebook Comments Box
ভাগ