ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের জীবাণুমুক্ত টানেল স্থাপন

কড়চা রিপোর্টঃ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ঘাট এলাকায় দু’টি জীবাণুমুক্ত টানেল স্থাপন করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। ২০ জুন জনবহুল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন, মো: রাসেল, আবুল বাশারসহ পরিবহনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পাটুরিয়া ফেরি ঘাট এলাকাতেও একটি টানেলের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ফেরি ঘাট এলাকা অত্যন্ত জনবহুল। তাই করোনাভাইরাস প্রতিরোধে ওই দু’টি এলাকায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, বর্তমান সময়ে জীবাণুমুক্ত টানেল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এর আগেও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়। সেটি কার্যকর ভূমিকা রাখছে। একইভাবে এই দুইটি টানেল স্থাপনের ফলে যাত্রী সাধারণ জীবাণুমুক্ত হয়ে অনায়াসে গাড়িতে যাতায়াত করতে পারবে।

Facebook Comments Box
ভাগ