ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার গোলাম আজাদ খান

কড়চা ডেস্ক :  ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। মঙ্গলবার (১৭ মে) রেঞ্জ কার্যালয়ে মাসিক সভায় গোলাম আজাদ খানের হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এসময় রেঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন।

এছাড়াও ওই সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল সানজিদা আফরিন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ এসআই বন্দর থানার আবুল খায়ের খান ও শ্রেষ্ঠ এসআই মানিকগঞ্জ জেলা গোয়েনন্দা শাখার আসাদ মিয়া, ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার এসআই মাসুদ রানা, মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে গাজীপুর জেলার গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ জাহেদুল ইসলাম, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী হিসেবে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার এসআই মোঃ মিজানুর রহমান ও শ্রেষ্ঠ অফিসার হিসেবে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসান (জুয়েল)-কেও পুরষ্কার প্রদান করা হয়।

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান সকল ইউনিট প্রধানদেরকে সমসাময়িক অপরাধ নিয়ন্ত্রণে আরো তৎপর থাকার নির্দেশ প্রদান করেন।

এদিকে, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান নির্বাচিত হওয়ায় ১৮ মে দুপুরে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

কড়চা/ এম বি

Facebook Comments Box
ভাগ