ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন গাজীপুর

কড়চা রিপোর্ট : ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর জেলা পুলিশ। সোমবার (১১ জানুয়ারি) মানিকগঞ্জ পুলিশ লাইন মাঠে টাইব্রেকারে ৫-৪ গোলে ঢাকা জেলা পুলিশ দলকে পরাজিত করে এবার চ্যাম্পিয়ন হয় গাজীপুর জেলা পুলিশ দল।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে ফাইনাল খেলা শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিআইজির চলতি দায়িত্বে) মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ভাস্কর সাহা,সহকারী পুলিশ সুপার শিবালয় সার্কেল তানিয়া আক্তার ও সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান।

নির্ধারিত সময়ে ফাইনাল খেলায় কোন দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পতি হয়। এতে ৫-৪ গোলে গাজীপুর জেলা পুলিশ দল জয় লাভ করে।

খেলায় ঢাকা রেঞ্জের মোট ১৪ টি দল অংশ নেয়।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ