তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

ফাইল ছবি

কড়চা রিপোর্টঃ পদ্মায় পানি বৃদ্ধি ও মাঝ নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরির প্রতিটি ট্রিপে আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। আর এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়তে হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলোকে। বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪ টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪ টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

Facebook Comments Box
ভাগ