ধূসর ভালোবাসা/ তানিয়া আফরোজ

ছবি : আলোক

ধূসর ভালোবাসা

তানিয়া আফরোজ

উজান গাঙের মাঝি
এই সোহাগীরে ছাড়া তোমার
ক্যামনে দিন কাটে?
কথা আছিলো আমারে ছাড়া তুমি
একটা প্রহরও কাটাইবা না।
আইজ তাইলে কেমনে পরান বান্ধো!
মনে পড়ে নিশুতি রাইতের কথা?
মাঝ গাঙে নৌকায় ঘুইরা বেড়াইতাম
চান্দের আলো ভাইসা যাইতো দুনিয়া,
আসমানের তারাগুলো মিটমিট কইরা হাসতো আমাগো দুইজনরে দেইখা।
বৈঠার ছলাৎছলাৎ শব্দে মন হারাইয়া যাইত দূর দ্যাশে
একদিন অচিন দ্বীপে ঘর বান্ধুম দুইজন
আমাগো কেউ খুইজা পাইব না।
সব কিছু স্বপ্নই থাইকা গেল
তোমার সোহাগি অহন অন্যের ঘর করে।
ভালবাসার গাঙ শুকাইয়া ধুধু মরুভূমি
তোমার বিহনে অন্তর পুইড়া অঙ্গার,
সুজন মাঝি আর কি দ্যাহা অইব কোনো দিন?
হুনছি তুমি অহন শহরে থাকো
মস্ত বড়লোক
সুন্দরী বৌ, বাড়ি, গাড়ি নিয়্যা খুব সুখেই আছো।
তয় আমি ক্যান সুখী হইতে পারলাম না!
তাইলে কি আমারে কোনদিন ভালোই বাসো নাই
না কি মনের গহীনে সোহাগিরে কবর দিছো?

Facebook Comments Box
ভাগ